স্বাধীনতা কি পরাশক্তির!
পা চাটার দল;
স্বাধীনতা কি কৃষকশ্রেণীর-
ঝরা অশ্রুজল।


স্বাধীনতা কি জ্বালাও-পোড়াও!
হাতে হ্যান্ডকাপ;
স্বাধীনতা কি বোনের চিৎকার-
অগ্নিকুন্ডে ঝাঁপ।


স্বাধীনতা কি টেবিলের তলা!
ঘুষের ছড়াছড়ি;
স্বাধীনতা কি প্রেমের নামে-
অশ্লীল জড়াজড়ি।


স্বাধীনতা কি বাহুর জোর!
দুর্বল ধরে মারা;
স্বাধীনতা কি ছলনা তবে-
মিথ্যার পায়তারা।


স্বাধীনতা কি শিক্ষিত হয়ে!
বিবেক দেয়া বলি;
স্বাধীনতা কি ছোটলোক বলে-
মুখে ছোঁড়া গালি।


স্বাধীনতা কি মুখের উপর!
ঝুলিয়ে রাখা তালা;
স্বাধীনতা কি রঙ-তামাশা-
দাদার যাত্রাপালা।