পিথাগোরীয় সংখ্যাতত্ত্বে জ্ঞানছিল নবীন
জ্যামিতিক  কৌণিক কোণের হিসাব
কিংবা গতি ও ভরে আইনস্টাইন দুর্বোদ্ধতা।
মূলতঃ পরিমাপক ও ক্রান্তি রেখাদ্বয়ের
মেরুর উষ্ণতা এবং শিহরণ ইগলু -বসতি
আমার জ্ঞান সীমানার দুর্বোদ্ধ প্রাচীর।
সংখ্যা বিভাজনে আমি আর তুমি এখন
বাইশের তিনে নিরন্তর বিভাজন।


( কাব্য চায় নান্দনিক ও সদর্থক দৃষ্টি )
     আমার লেখা পড়ার আমন্ত্রণ