অবজ্ঞা ধূয়ে বাতাস আসে-
নড়ে যায় তেপায়া রিসকার হুড।
কতক বর্ণালী শব্দের আঁচল।


আতসবাজির শব্দ উড়ায় ধূয়ার মিছিল-
স্লোগান ভাসে মেঘের বুকে,ফনিমনষার কাঁটায়।


আমি রক্তের বীজ খুঁজতে ওদের কাছে গিয়েছি-
মেঘ বল্লে রংধনু নাও আর ফণিমনষা তার বিরল রঙের পাতা-
তাও যদি না হয় তোর কেটে দে একটি শাখা আঁজলা ভরে নে কতক গাঢ় লাল ফোঁটা।


আমি বিনয়,উদারতা আর ত্যাগ ভালবাসার বীজ নিয়ে ফিরে এলাম কাব্য মাঠে।


অপোক্ত চাষী না বোঝে চাষ-
কর্ষিত ভূঁইয়ে ছড়ায় ভালবাসা উচ্ছাস-
আগাছা সকলি তা-
অনিষিক্ত কতক শব্দের রং,আর
জোবড়ার ঝাড়-
দক্ষ কৃষক তা ঔচিত্যে করে উজাড়।


বেশ;তবে -
এবার হাতে মুঠো বন্দি ঈশ্বর হাসে খিলখিলিয়ে -
অসহ্য হাসি তোর -থামা; থিথু হ ।


আমি আরো একবার তৃপ্তির ঢোক গিলি।