অবশেষে থেমে গেল -
গুক-কুক ডাক রাতবিরেতে,
মাঝরাতে ঘুমের টানাপোড়েন নিয়ে আর
দরপত্র কষা হয়না,
সংখ্যার নিম্নগননে।
এখন কুনোব্যাঙটার বসতি নাকি দাঁড়াশ এর সাথে।

কে জানি এসে বললো শঙ্খ লেগেছে মৌবনে-
তুঁতে ঝাড়টার গোড়ায়।
ঝরঝর করে ঝরে পড়ে কতক রেশম গুটি, বুনো ঝাকুনিতে।

নিপাট মসলিন আজ পাট ভেঙেছে-
উড়ায় আঁচল......