এক একটি নিউক্লিয়ার বছর জুড়ে যে সম্পর্কের নিটুট বাঁধুনী ছিলো,
অক্ষপথে ঢিলে হলো চলতে চলতে।
আর্য যুগের এক তারা খসা রাতের সাথে পাল্টে গেল সুতোর রঙ।
রঙ বদলের পার্বন হলো গ্যালাক্সির ঝলমলে প্রান্তরে।

অবিরল রঙে মন হারানো তোমাকে
তোমার রঙে মেলাতে পারিনা-
আমার চেনা রঙে চুমু আঁকা ঠোঁট নেই
কিছুই নেই অবশিষ্ঠ্য আর.....

নিখাদ গ্রাফের লেখচিত্র....
শহুরে মানচিত্রের প্রতিকী মানুষ গুলোর
মুখোশের আড়ালে কদাকার ছবির হলোগ্রাফ
বদলে দেয় আকাশে ফুটে ওঠা সাতটি তারার আলোর রেখা।।
শান্তি-স্বস্তির বার্তা - মনুষত্বের আশির্বাদে।

মঙ্গল দ্বীপের আলোয় প্লাবিত- অরণ্য-প্রান্তর,
তারই শীতল পরশে জেগে থাকি আজো স্বাত্বিক প্রাণ...
ছুঁয়ে দাও এবার তবে হাত তোমার ...
আলোকিত হোক আঁধার ঠাঁসা এ অন্তর,
মানুষ হয়েই বাঁচি আরো কিছুকাল।



(সবাইকে বড়দিনের শুভেচ্ছা)