মানুষ কাঁদে, মানুষের জন্য
                    অমানুষের জন্য কাঁদবে কে?
অমানুষকে মানুষ করতে
                    হায়রে,এ জগতে দাড়াবে কে?
ধনী কাঁদে,ধনীর জন্য
                      গরীবের জন্য কাঁদবে কে?
গরীবের সহায়ক হতে
                     হায়রে, এ জগতে দাড়াবে কে?
সুস্থ কাঁদে, সুস্থের জন্য
                       রোগীর জন্য কাঁদবে কে?
রোগীর পাশে গিয়ে
                    হায়রে, এ জগতে দাড়াবে কে?
রাজা কাঁদে,রাজার জন্য
                     প্রজার জন্য কাঁদবে কে?
প্রজার ঘরে আলো জ্বালাতে
                   হায়রে, এ জগতে দাড়াবে কে?
জ্ঞানী কাঁদে,জ্ঞানীর জন্য
                        মূর্খের জন্য,কাঁদবে কে?
মূর্খকে বিদ্যা শিক্ষা দিতে
                      হায়রে, এ জগতে দাড়াবে কে?
জোয়ান কাঁদে, জোয়ানের জন্য
                          বৃদ্ধের জন্য কাঁদবে কে?
বৃদ্ধের হাতের, লাঠি হতে
                      হায়রে, এ জগতে দাড়াবে কে?
পিতা-মাতা কাঁদে সন্তনের জন্য
                   পিতা-মাতার জন্য কাঁদেব কে?
শেষ বয়সে পিতা-মাতার সম্বল হতে
                  হায়রে, এ জগতে দাড়াবে  কে?
আমি কাঁদি,তোমার জন্য
                        আমার জন্য কাঁদবে কে?
আমার মনে সান্ত্বনা দিতে
                      হায়রে, এ জগতে দাড়াবে  কে?
নবী কাঁদে, উম্মতের জন্য
                        নবীর জন্য কাঁদবে কে?
দীন ইসলামের ঝান্ডা হাতে নিতে
                         হায়রে,এ জগতে দাড়াবে কে?
কেহ যদি না দাড়াও, কোনো সমস্যা নেই ভবে
         এই জগতের  মালিক যিনি,তিনিই  দাড়াবে।