এখনোও অনেক রাত
                  কবে হবে প্রভাত?
হেলাল এখনও
                   উদীয়মান
বৃক্ষরাজি করছে
                  জোৎস্না স্নান।
কোকিল গাইছে
                ঘুম ভাঙ্গানি গান
শোঁ শোঁ শব্দে
             নদীর স্রোত দিচ্ছে টান।
হিমেল হাওয়া বইছে
                  চারদিক নিঝুম
শাঁ ,শব্দ নেই
                সবার চোখে ঘুম।
গোয়াল ঘরে গরু,বাছুর
               করছে এপাশ ওপাশ
বৃদ্ধের কন্ঠে একটু পরে
                       শুধুই দীর্ঘশ্বাস।
শোকাতুরা মমতার মা
                    প্রতিরাতেই কাঁদে
স্বামীর আশায় বসে বসে
                     সারা রাতই রাঁধে।
কৃষকের চোখে ঘুম নেই
                     ঝড়ো হাওয়া বইছে
হায়! বিধাতা এবার বুঝি
                     ধানগুলো মোর গেছে।
চৌকিদার ক্ষণে ক্ষণে
                   হাঁকছে সাবধান! সবধান!!
কেবা তোমরা কারো
                  ক্ষেতের কেটে নিচ্ছো ধান।
হঠাৎ খোপের হাঁস মুরগি
                         উচ্চ স্বরে কয়
খোপের নিচে শিয়াল মামা
                        লাগছে মোদের ভয়।
রহিমার মা লাঠি হাতে
                         যখনি বের হয়
গুঁই, শেয়াল উচ্চশিরে
                       জান নিয়ে পালায়।
পুকুর মাঝে ,ভোঁদড় নাচে
                      হায়! মাছ গুলি মোর শেষ
জরিনার বাপ ভোঁদড় তাড়ায়
                          নাইকো কোন রেশ।
কিচিরমিচির ডাকছে পাখি
                       কাদঁছে সুরমার মেয়ে
মাচার উপর বিড়াল দৌড়ায়
                            ডিম পড়ছে বেয়ে।
পল্টুরে তুই ঘুমিয়ে থাক
                         এখনো অনেক রাত
খেয়ে দেয়ে স্কুলে যাস
                       যদি হয়গো প্রভাত।