আমার মনে পড়ে, সেই দিনের কথা
     যখন বাংলার কৃষক তরুণ
রক্ত দিয়ে খুলেছিলে, ইতিহাসের পাতা।
আমার মনে পড়ে, সেই দুঃখিনী মায়ের কথা
     যখন ছেলেকে বিদায় দিতে গিয়ে
     ভিজিয়ে ছিল ,তার চোখের পাতা।
আমার মনে পড়ে ,সেই পল্লী নতুন বধূর কথা
     যখন স্বামীকে বিদায় দিতে গিয়ে
     ভিজিয়ে ছিল, তার চোখের পাতা।
আমার মনে পড়ে ২৫শে মার্চের, সেই কাল রাতের কথা
     যখন পাকিস্তানি হানাদার  বাহিনী
  কেটে দিয়ে ছিলো ,শতশত বাঙালির মাথা।
আমার মনে পড়ে, সেই বীর শহীদদের কথা
   যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রানের দানে
ফিরে পেয়েছি ,আমাদের প্রাণের স্বাধীনতা।
আমার মনে পড়ে ,সেই শেখ মুজিবের কথা
    যিনি দেশের জন্য হারিয়ে ছিল
   নিজের প্রাণ, স্ত্রী ও সন্তান ভ্রাতা।