৫২
     সালের ভাষা আন্দোলনে
                           দিয়ে গেছে যারা প্রাণ
করুণ কন্ঠে গাইব আজি
                          সেই শহীদদের গান।
রাষ্ট্রভাষা বাংলা চাই
                   এই ছিলো তাদের শ্লোগান
মা, বলে ডাকতে মাকে
                        উড়িয়ে ছিলো নিশান।
সালাম, রফিক বরকত ও শফিউর
                        ওরা আমাদের ভাই
ওদের স্মরণে প্রতিবছর মোরা
                        শহীদ মিনারে যাই।
গোলাপ ,গাঁধা, রজনীগন্ধা
                           গর্বে ভরে বুক
শ্রদ্ধা জানায় মোদের দ্বারা
                      এতেই মোদের সুখ।
সেদিন ছিলো একুশে ফেব্রুয়ারীর
                           দুপুর বেলার ওয়াক্ত
রক্ত জবার গায়ে পড়েছে
                           শহীদ ভাইদের রক্ত।
বর্ণমালার শরীরে আজও
                           শহীদদের রক্ত মেখে
কৃষ্ঞচূড়া লাল হয়েছে
                           সেই রাঙ্গা মুখ দেখে।
রাজ পথের সুড়কি পাথর
                          আজও কেঁদে গায় গান
ওগো ভাষা শহীদ ,আমার বুকেতে
                             গিয়েছিলো তোমাদের প্রাণ।
ওগো ভাষা শহীদ, তোমাদের গীত
                                 গাইব, সারাটি জনম ধরে
শোধ হবেনা কভু, তোমাদের ঋণ
                                 যাইব সারাটি জনম স্মরে।