হাতে নাটাই, লম্বা সুতা বেঁধে
                        আমায় দিয়েছো ছাড়ি
নেচে নেচে আকাশে উড়ি
                         আমি ঘুড়ি।
তোমার মনের সখ মেটাতে
                        আমি কিন্তু উড়ি
হেলে ধুলে খেলা দেখাতে
                    আমার নাইকো জুড়ি।
লাল , নীল , সাদা রঙ্গে
                    আমার দেহ গড়া
এমন সুতায় রেখেছো বেধেঁ
                     আমি পাইনা ছাড়া।
মাঝে মাঝে ক্লান্ত হলেও
                      গগন থেকে নাহি নামি
আমার জীবনের চেয়েও
                       তোমার আনন্দ দামি ।
আকাশে বাতাসে যুদ্ধ বাধাও
                       অন্য ঘুরির সাথে
অন্যের ঘুড়ি কাটার জন্য
                        আমি উঠি মেতে।
তোমার মনের শখ মিটলে
                         মারো হেচ্কা টান
মনের সকল আশা আমার
                         হয়ে যায় খান খান।
শত আঘাত , শত ব্যাথা
                          তারপরেও আমি উড়ি
জেনে রেখো ভাই আমি কে ?
                           আমি ঘুড়ি ।