ওগো জননী জন্মভূমি সুধাই-তোকে
যত যাহাই হোক, ফেলে দিসনে মোরে
হৃদয় গহীনে রেখে,পুষি সারাক্ষণ
আসুকনা বাধা তোকে ছেড়ে যাবোনারে
জন্ম নিয়ে তোর বুকে ধন্য অামি ভবে
মৃত্যু হোক তোর কোলেতে -এ মিনতি গো
মা যতি সন্তানেরে দূরে ঠেলেই দেয়
কপাল পোড়া সন্তান কোথায় যাবে গো।


    সর্ব কূলের কূল তুমিই জন্মভূমি
   অন্তরে তুমি চাই তোমার পদধূলি
পাখির ডাকে জেগে দেখি-চরণভূমি।
তোরই বুকেতে মাগো পদচিহ্ন ফেলে
মাগো মা, ওগো মা আমারই বাংলাদেশ
তোর জমিনে ঘুমিয়ে যাবো- হেসে খেলে।