যে মৃত্যুবরণ করে
                    সে স্মৃতি হয়ে যায়
কেউ ক্ষণিকের জন্য
               কেউবা হাজার বছর বেঁচে রয়।
কেউ স্মৃতির পাতায়
                দাপটের সাথে রাজত্ব করে
কারো লাশ খানি মাটিতে
                       শুধুই রয় যে পড়ে।
নাম নিলে কারো শ্রদ্ধায়
                          গর্বে বুক ভরে
কেনইবা সে চলে গেল
                         এ ধরণী ছেড়ে।
নাম নিলে কারো ঘৃণায়
                      চোখে ছানা ভরে
চলে গেছে ,ভালোই হয়েছেে
                        এ ধরণীর তরে।
মানুষ যদি হতে চাও
                          এমন মানুষ হও
তোমার গমনে কাদঁবে পৃথিবী
                        কাদঁবে মানুষরাও।
মানুষ বাঁচে তার কর্মে
                       বয়সে তো নয়
ভালো জীবন গঠন করলে
                     তোমার হবে জয়।
জীবন গড়ো উত্তম
                    কাজ করো ভালো
ধরনী ছেড়ে চলে গেলেও
            তোমার কর্মের প্রদীপ দিবে অলো।