জীবনে কিছু সময়
                       রাখো পরের জন্য
এ সময়টুকু তোমার জীবনেে
                        এনে দিবে পূণ্য।
তোমাকে করে দিবে
                       এ ধরাতে মহান
আলোকিত হবে তুমি
                     বাড়বে তোমার মান।
বিধাতা করেছে, সব কিছু
                       তোমার কল্যাণে সৃষ্টি
তবুও কেন পরের কল্যাণে
                       পরেনা তোমার দৃষ্টি।
ছোট কিনবা বড় তুমি
                       এটা বড় নয়
পরের কল্যাণ করো
                  দেখবে, হবে তোমার জয়।
তুমি যদি কারো জন্য
                        করো কিছু ভালো
দেখবে, তোমার জীবনের আমবশ্যায়
                            সে জ্বালাবে আলো।
খেয়ে-দেয়ে ভালো আছি
                          হোকনা পরের ক্ষতি
এমন সময় আসবে যখন
                      তোমার রবেনা কোনো গতি।
শোনো,যে রাজা প্রজার জন্য
                              দিয়ে গেছে প্রাণ
ইতিহাসে তাদের নামে
                            লেখা কত সম্মান।
বাদশা হারুন-অর -রশীদ
                            নাম শুনেছো সবে
প্রজা দরদী ছিলেন তিনি
                          এখনও মানুষ জপে।
প্রতিরাতে ঘুরে দেখতেন
                           কী অবস্থা প্রজার
দুঃখীর জন্য আটার বস্তা কাধেঁ
                         হয়ে যেতেন সোচ্চার।
ওগো মহান বাদশা
                      বাদশা ,হারুন-অর -রশীদ
গাহি গাহি মোরা
                            গাহি তোমারী গীত।
হালাকু খান , চেঙ্গিস খান
                            নাম শুনেছো সবে
বাগদাদ নগরী ধ্বংসে
                            তাদের ,নাম যে লেখা রবে।
নিকৃষ্ট মানুষ তারা
                       পাষন্ড তাদের হৃদয়
স্মরণ করলে তাদের নাম
                          আজও লাগে ভয়।
কোথায় হালাকু , কোথায় চেঙ্গিস
                      কোথাও নেইতো কেহ
কোথায় শক্তি, কোথায় সামর্থ্য
                        মাটিতে খাইছে দেহ।
শক্তি ,সামর্থ্য দরকার নেই
                        পরের কল্যাণ করো
সব কিছু ধরায়, নিচে পড়ে রবে
                      তুমি হয়ে যাবে বড়।
পরের কলাণে নিজ স্বার্থ
                        করো যদি উৎসর্গ
মহাবিশ্বের মালিক যিনি
                        দিবে যে তোমায় স্বর্গ
এসো সবাই সমকন্ঠে গাহি
                         পরের কল্যাণের গান
ধরণীর বুকে যতো পাপী -তাপী
                                 হয়ে যাই মহান।