অনেক কিছু তুমি বুঝোনা
                       নাকি বুঝার চেষ্টাটুকু করোনা
কি যে মিষ্টি করে কথা বলো
                       তুমি যে সুদর্শন নয়না।
তাকালে তোমার পানে, নাসিকার পল্লব প্রান্তে
                                      একফোটা জল
শরীরটা যেন নিস্তেজ হয়ে
                            হারিয়ে যায় বল।
মায়ায় ভরা চাহনী
                       তুমি মানুষটাই মায়াবী
তুমি মহিয়সী, ছায়াময়ী
                    তুমি যে , হৃদয় স্পর্শী মানবী।
শয়নে, স্বপনে তুমি যে
                    হৃদয়ের মানিকোঠায় সারাক্ষণ
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি
                   তোমাকে নিয়ে সাজাই নতুন ভুবন।
তুমিতো, তুমিই সখা
                         তুমি যে অপরিজিতা
সারাক্ষণ গুছিয়ে রাখি
                      তোমার সাথে কইব ভালো লাগা কথা।
তুমি কি সত্যিই?
                   তুমি মমতাময়ী, ছায়াময়ী
আমার জীবনে এসে
                     আমাকে করো জয়ী।