সংগ্রামের অভিনয়ে তুমি যাকে মহৎ ভাবো,
সে কেবল বিদ্রোহী ভালোবাসার। মনের অগোচরে প্রত্যহ নিয়ম করে বর্ষার কদম ফোটার আগেই শহর জুড়ে কবিতার মনোমালিন্য। এবারের প্রচ্ছদে অনুমান করে বর্ষা এঁকে দিও খবর দেবার আগেই। তোমার বেহিসাবি কাগজে মরিচা পরার আগেই নিযুততম বিচ্ছেদে বিচ্ছিন্ন পাপড়িগুলো, আমায় অসহায়ত্ব প্রকাশ করে প্রতিটি ধূমকেতুর ছায়ায়।
আমি এবার বিশ্রাম নেবো.........
তোমার সহস্র ভালোবাসার কাব্য লিখার প্রাক্কলনের প্রারম্ভে।
আমি এবার ঘুমাবো......
তোমার কাজল রেখা আর বিষুব রেখার ছেদবিন্দুতে।
আমি এবার, আবার বানাবো চুমুর চুমুক,
আমি এবার, আবার হবো পাঁজর থেকে বুক।।
আমি আমার ভোররাতের স্বপ্ন কতটুকু জানি,
আমি আমার অকপটে মুছতে পারি গ্লানি।।