লাজুক শয়তান ভর করেছে মসৃণ কাঁটাতারে,
হাল ছেড়েছে বনের কোকিল, সক্ষমতার ভারে!!
কাঁদায় চিহ্ন এঁকে দাড়িয়ে থাকা ভোর,
একসময়ের লাশকাটা ঘরে, আড্ডায় মাতে চোর।
জোত্স্না দেহে ভরাট খোঁজে জল,
পিশাচ কাঁদে ভয়ে, নিষ্পাপ করে ছল।
বিতারিত স্বপ্ন অনাকাঙ্খিত,,
গল্পে বিভোর নষ্ট ঘাসের ছানা;
ছুয়ে যায় অলক্ষে,
আমার কবিতা পড়া মানা।