ঘাড় সবুজ হও,
নিজেকে চেনাও নতুন করে।
রক্তাভ সবুজ চিনো?
একবার দেখেছি স্বপ্নে।
নিজের রক্তের বর্ণ।
সে_কি ভয়াবহতা,
গায়ে কাটা দেয় অবিরত।
একবার কালো হতেও দেখেছি,
তবে ভয় করেনি।
কালো প্রিয় বর্ণ,
মাঝে মাঝে ভাবি যদি পৃথিবীটা কালো হতো!
কেমন হতো?
আকাশ কালো, মাটি কালো, পাখি কালো, পানি কালো,
তুমিও আমার মতো কালো,
ভালোই হতো এটলিস্ট পার্থক্য থাকতোনা,
কাক ও বকের মাঝে।
সবাই সমান, সবাই যাযাবর, সবাই বন্য,
হতোনা কেউ ভালো কেউবা জগন্য।
উড়ে চলো বড়ইপাতা, ঝরে পরো মাটির বুকে;
অনেক দিনের দেনা-পাওনা যাবে চুকে।