অমৃত খুঁজতে শুরু করে একপা একপা এগিয়ে চলে এলাম অতীতের প্রথম বন্ধনীচিহ্নে, শহর জুড়ে যেবার কবিতা আবৃত্তি বন্ধ হলো নিয়মকরে, তখন থেকে শুরু হয়েছে বসন্তের অভিমান। অথচ অগোছালো বলে যারা প্রত্যাখান করলো সকল চাঁদের গহনা,  বৃহঃস্পতিবারে তখন ভোর হয় ভরদুপুরে। যদি তুমি প্রকারভেদ না জানো আঁধারের, শব্দঋণে প্রফুল্ল হৃদয় আটকে যাবে প্রথম হতে চতুর্থ বন্ধনীচিহ্নে। এবারের খরায় ক্ষমা করো সকল গ্রীষ্ম হতে শরতের ফুলকে, শারদীয় চাঁদের বাহানায়। এক হতে একান্ন গুনতে যেয়ে, তুমি যেবার ভুলব্রিশ(একটি কাল্পনিক সংখ্যা) ভুলেছিলে, সে বছর হতে নামতার আবিস্কার বেমানান সংখ্যার যোগফলে।
আমি আজো সেই সংখ্যাটা খুঁজি,
আমি ভুলে যাই অহেতুক,
আমি কি বুঝি, আর কি আমার পুঁজি?