তোমার ক্ষত আমার মতো,
যেন বহুকালের উল্কাপিন্ড পতিত হবার চিহ্ন;
বাড়ন্ত মনে মরাকাটাল অথবা প্রশ্রয়ের বনিবনা।
আমি এলাম সমগ্র রঙধনু নিয়ে,
ছোট্ট আঁধারের বাক্সে ভরে;
অথচ তুমি ভাবলে চাবিহীন তালা জমাটবদ্ধ,
যেন কুয়াশা নিচ্ছে কেড়ে।
তোমায় এ শহরে ঘুম নেই, কোলাহল নেই,
বারুদ নেই, চাবি নেই,
আগুন নেই, বন্ধন নেই,,,
আর নেই অষ্টাদশী প্রেমিকার গভীর চুম্বন;
আর রাত পোহালেই বলো,
এখানে সুখ, রেশম, আয়নায় ভরপুর,
কেবল নীল রঙটাই অবলম্বন।।
ভালো থাকা হয়না তোমার শহরে,
অসুখে পূর্ণ মুঠোফোন, চাবি, দেয়ালের রঙ,
প্রতিটি ইট জানে ভষ্ম হতে কতো দেরি;;
অথচ বলছো ভালোবাসতে,
স্বপ্ন কিনছো, বেচে দিয়ে স্মৃতির ঘড়ি।