অনেক ব্যাকুলতায় ক্ষয়েছে বন,
অষ্টাদশীর মন,,,,
প্রশ্ন জমেছে কতক,
মাকড়সার জালে;
এঁকে দিতে চুমু,
চাঁদের গালে।।।
পানি জমেছে ফাঁদে,
লাজুক লাজে,,,
কথিত কবিতায় শব্দচয়ন,
ফুরিয়েছে কালি, মরুময় বালি;
তফাত কেবল আমার,
আফসোস জমা সহস্র হালি।।।।
ফিরে চাই, সে নাই,
আামিই কেবল নষ্ট ধূলো,
অবশ মনের নিত্য ওজন,
এক পৃথিবী লোহার তুলো।।
কেউ লয়, কেউ ক্ষয়,
কেউ আবার আমায় বুঝে;
বন্ধ বইয়ের মলাট এঁকে,
কাগজ কলমে তোমায় খুঁজে।।