একবার মাধ্যমিকে পরীক্ষাটা খুব ভালো হচ্ছিলোনা।
একটা লুজপেজ নিয়ে,
তোমার জন্য চিঠি লিখেছিলাম অযথাই।
তোমার নামটাও তখন জানতাম না,,
তাই প্রিয় "খারাপ পরীক্ষা" সম্বোধন করেই,
পরীক্ষার হলের মূল্যবান সময় নষ্ট করেছি শব্দঋণে।।।
লুজটা আর জমা দেয়া হয়নি নাম্বারের প্রয়োজনে,,,,
ভালোবাসা হয়তো এটাই,
প্রয়োজন থাকতেও প্রিয়জন করে নেয়া,,,,
শব্দঋনে শব্দখেলার মতোই কেটেছে সময়,
অথচ এবার আর ঘুম ভাঙ্গেনি মেঘের,
৩৩ না পাবার শঙ্কায়,,,
তোমার ভালো থাকা উচিত,
বহু অকারনের ভীড়ে।