আগুনে পোকা ধরেছে,
বেহিসাবি কাজে;
শহরে পাখি ডেকেছে,
কিশোরীর লাজে।
স্বাদ নষ্ট হয়েছে হিংসের ফোটায়,
দাবানল মনে পুষে,
অথবা প্রিয় বন্ধুর অহেতুক খোঁটায়।
আগুনে পোকা ধরেছে,
ক্রমাগত গ্লাস ভর্তি পান করে,
হাহাকার,,  ভালোবাসার মিছে আকার।
সময়ের স্রোতে,
আগুন চেটে খায় পোকা;
গহীন করে ক্ষত, মনের সুখে,
শেষ রাত্রির ধোকা।