অপ্রচলন হোক ভালোবাসার,
সমস্ত কৌতুক লিখা হয়েছে নাঁকফুলের পাথরে,
স্তূপ করা চুমুরা গামলা ভর্তি সে কবেই;
তবুও তার অনেক চাই সময়,
পাতা উল্টিয়ে যায় প্রাচীন ডায়েরীর।।
অতঃপর স্রোতবয় রাতের,
হিংসুটে অন্ধকার শুধু দেখেই ক্ষান্ত নয়,
বাহুডোরে আগলে নেয়, সমস্ত স্বাদ;
বিহীনতার আদলে গড়ে উঠা স্তন,
দাপিয়ে বেড়ায় কয়েক সে:মি উচ্চতায়:
এবং ঘন বিশ্বাসমতে, সময় নেয় জিরোবার,,,
লিপিবদ্ধ আছে সমস্ত,,,,
কালো প্রাচীন ডায়েরীতে!!!!
এগিয়ে যাও, অহমিকার চূড়ায়,
সময় হলে পাতাটাও উল্টায়।