অনেকদিন ধরেই কিছু সুখ জমিয়ে রেখেছি,
তবে তা বাড়ছেনা কোন মতে,
আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে আস্ত সুখগুলো।
ধার চাই তোর নাকফুল,
তার পাথরে জমাবো মেঘ, সুখ আর পাহাড়।
মেঘের বৃষ্টি আর পাহাড়ি ঝর্ণায়,
সুখ জিই-য়ে রাখবো অনন্তকাল।
ভালো থাকিস, রংধনুর মত,,,
ভালোরাখিস যদি ইচ্ছে হয়।