প্রশ্রয়ের ব্যাকরণ জানিনা,
তবে জ্বালিয়ে দিতে পারি প্রবীণ আয়োজন,
শতাব্দীপূর্ব আলোটা_ও ইশারা করে হারাবার;
তবে অতৃপ্তির রোষালনে বঞ্চিত মেঘ,
নিয়মিত অনিয়ম শায়িত দানব ভ্রুনে,
মানব হতে চাই বহুবার,  অতপর আবার।
চৌকাঠ পেরিয়েছি আজ,
নৌঙ্গর ফেলবো অজানায়;
দাড়িয়ে দেখছো তুমি,
কেনই_বা বারবার ফেলো দোটানায়!
প্রয়োজনে,
আয়োজন করো আবার!
সাধ্য কার?
তোমায় হারাবার।