সংকট মেলেছে ডানা ঈষদুন প্রেমেও,
আশেপাশে কালো রঙ্গের বাহারি খেলনা,
সে আলো ভয় পায়,
অথচ পায়ে তার জ্যোত্স্নার নূপুর।
বন্ধ ডায়েরীর পাতায় জমা নিযুত অভিশাপ,
কালের বক্ষে লেপ্টানো অহেতুক  মায়া,
ক্রমাগত খুড়িয়ে চলে বহুদূর ;
সে আলো ভয় পায়,
অথচ পায়ে তার জ্যোত্স্নার নূপুর!
লিখে রেখেছে কবিতায়, আলোর বদনাম,
বন্ধ জানালায় খিল এঁটে;
চোখ বুজে,  সয়ে যায় অন্ধকার,
যদিও সময় ভরদুপুর!
সে চাঁদ ভয় পায়,
অথচ পায়ে তার জ্যোত্স্নার নূপুর।!!