আজ না'হয় সন্ধ্যে সকালেই নামুক ,
তাতে মিথ্যে প্রলাপের কিবা সন্ধি ?
বসন্ত নাইবা নামুক ,
করেছি রামধনুটা বন্দী ।
প্রহার করে তীক্ষ্ম বাতাস ,
শুন্য করো আমার হিয়া ;
কাছে এসো , ওষ্ঠে এঁকে ,
জ্বালাই তোমার মনের দিয়া ।