মিলিত হও দুটি পথের মাঝে,
সন্ধি করে বন্দিমুক্তির।
বাতাস ও বৃষ্টির মিলন ঘটাও।
বাতাস কি শুধুই আমার মনেই হাহাকারের জন্ম দিচ্ছে?  
নাকি তোমার মনের আঙিনাতে,
আমার ঘৃণার পলির পরত ফেলছে অবিরত।
এই বাতাসে যুবতী চাঁদটা-ও কি কাঁপছে আমার মতো,
তোমায় না পাবার অহমিকায়!!!
তবে কেন এ প্রতিশোধের নষ্ট খেলা,
তুষ্ট করার অচল প্রক্রিয়া।
প্রতিশ্রুতিবদ্ধ খাঁচায় শুধুই আমার বসবাস,
তোমার তো নিত্য আসা-যাওয়া।
কখনো রিক্ত হস্ত কখনোবা আলতো ছোঁয়া!!
পুড়ে ফেলো জীবনের নথি,
সব পিছনে ফেলে নতুন কোন মোড়ে বাড়াই গতি,,,,,
এতে কি বড্ড ক্ষতি????