প্রিয় ঘোলা পানি ,
স্থির হও , অপেক্ষা করো মহাকালের । যে ভালোবাসা দিবানিশি দিব্যি কাটে তার মূল্য ক'জন দেয় ? একবার হিমাঙ্কে পৌছাতে দিতে হয় , জমাটবাধুক প্রয়োজন । তবুও হোক এ বদ্ধ আয়োজন । তোমাকে শুধু তোমাতেই থাকতে হয়না , উড়তে হয় ডানা মেলে , সব বাধা মাটিতে ফেলে ।
যে আধিপত্য চায় , তাকে এক সময় প্রজা হতে হয় , বাঁচতে হয় না বাঁচার মতো করে ।
সম্পর্ক শুধু এপিট_ওপিঠেই থাকেনা । চারদিকে উচ্চতাও থাকে , ঠিক মুদ্রার মতো ।
শেষ কথা , তুমি হেড নাকি টেল ?