জানেনা আকাশ, মৃত্তিকা লুকিয়েছে নদীতে,
অথচ চুপিচুপি দৃষ্টি হারায়,
বহুদিক বহুদূর বহুদোষে।
জ্যামিতিক সূত্র অজানা,
নিযুত নিখুত প্রশ্ন প্রায় ;
নগরের ফটকে এলোমেলো,
মন হারানোর মিশ্রণ বুঝা দায়।
জানেনা আকাশ, মৃত্তিকা নিজেকে ভেবেছে মেঘ;
অথচ ভালো থাকা ভুলে গিয়ে,
ক্রমে শিকড়ে জমছে আলোর আবেগ।
এযাবৎকালে প্রচুরতা বাড়ায় কোকিল,
কন্ঠ কিংবা লোভের আঁটে;
তোমার কি গল্প বলা সাজে,
নবীন ষোড়শী চাঁদের ফুলসজ্জা রাতে?
জানেনা আকাশ, মৃত্তিকা ক্ষয়ে আজ পলি ;
অথচ যানজটে মত্ত শহর রঙ্গের অভাবে ,
সেকথা সাদা-কালোয় কেমনে বলি।
তুমি নদী, তুমি মেঘ, তুমি পলি;
তুমি হাওয়ায় ভাসা , বুনো শালিকের জলকেলি।
তুমি মৃত্তিকা, তুমি লোভ, তুমি চাঁদ;
তুমি আমার মনের,
মন হারানোর ফাঁদ।