একবার সময় করে এঁকে দিও আঁকাবাঁকা দাগ,
প্রতিনিয়ত নিয়ম করে জন্ম নেয়া স্বপ্নে ক্লান্ত এ শহর।
প্রতিটি ইট জানে,
এখানে সুযোগ নেই, সুঘ্রাণ নেই।
প্রাচীণ কালের প্রাচীরে,
পঁচতে থাকা মেঘে ডিম্বানুর আবেশ কেবল এ শহরেই সম্ভব।  আমি ভেবে পাইনা,
ঘুমন্ত  ব্যাকরনের ব্যবহার।
তবে ঠিক করে দিলে,
ছারখার হয়েও
ছাড়াবার প্রশ্রয় পাইনা তোমার জানালায়।
প্রলাপের মতো,
প্রলেপ এঁকে মনে
ধংশ হই অংশ নিতে।