দুইজন দু পাড়ে,
স্মৃতি পরে থাকে মাঝে।
সম্পর্কের নদীটাই হয়তো এমন,
পানির বদলে বয়ে চলে স্মৃতি ;
যেখানে আমরা দুজন সমান্তরাল দুটি পাড়।
কিছু জায়গায় আর সমান্তরাল থাকেনা,
হয়তো তুমি একটু এগিয়ে, আমি একটু পিছে,
মাঝে মাঝে তার বিপরীত ;
স্মৃতির স্রোত কখনো আমায় ভাঙ্গে তোমার কাছে,
আবার তোমায় আমাতে।
দুজন আগের মত আর থাকিনা, এই ভাঙ্গা গড়ার অহমিকায়।
তাতে কি????
মাঝে অথৈ স্মৃতি তো আছে!!
বেঁচে থাকি আজীবন,,,
আর স্মৃতি আওরাই,,,
পরীক্ষার শেষ ১৫মিনিটের খাতা রিভিশনের মতো!!