কখনোই বলবোনা তোমায়,
চল এক হই, মিশে যাই আাবার,
যেমন মিশে যায় শরবতে চিনি
বৃষ্টির জল মাটিতে,
অথবা মাধ্যমিক রঙে মৌলিক;
বলবেনা তোমায়,
অহেতুক প্রশ্রয়ের,
দিকভ্রান্ত নাবিকের বেশে,
কিংবা জমানো শব্দঋণে মন ত্রিমাত্রিক।
বলবোনা আমি,  আবার চলো,
ঘুড়ি হয়ে উড়া যাক, আসমান থেকে মাটি;
বলবোনা প্রিয় ভালোবাসি;
অগুছালো কাছে আসা,
আগে জামাট বেধে হোক খাঁটি।