সমস্যা আছে বলেই নিজেকে মানুষ ভাবতে পারি,
নয়তো হতাম হয়তো করো দুঃস্বপ্নে কাতর রাত্রিজাগরণ ;
কখনোবা প্রেয়সীর ঠোঁটে বালকের,
প্রথম স্পর্শের ভয়ের কারন।
তুমি আছো বলেই হয়তো,
মানুষরুপে আমি,
নয়তো হলে হতেও পারতাম,
সহস্র কাকের পালক;
কখনো তোমার ভালোবাসা,
কখনোবা অভিমানের এক ঝলক।
তুমি সত্যিই, তুমি!
বাকি সব, তাও তুমি.
এবেলায় মেঘলা মন,
অবেলার বাকি কতক্ষণ!