তবে তাবৎ প্রেম জমা রইলো শীতার্ত নরম বরফে,
বুঝে নিও অনিভূতি,
চোখের মায়ায়,
লিখে দিতে পারবোনা রক্তিম হরফে!
কখনো ভাবনায়,
অনিশ্চিত অজানায়,
খুঁজতে যেও আমায়,,
ঠিক শতবর্ষ পরে,
রামধনুর চূড়ায়;
বরফ গলে নরম হোক,,,  
মৃত্যু  হোক কয়েক চাঁদের,
তবুও ভালোবাসার নিয়ম যেনো না বদলায়।।