একটা অভিশাপের অপেক্ষায়,
পুণ্যের বিনিময়ে,
নিয়ম করে মরে যাবো শতকোটিবার,
তোমার বাহুতে,  আয়ুতে আর স্নায়ুতে।
কখনো হয়ে ঢেউ,
প্রমিসসসস,,, জানবেনা কেউ।
স্পর্শক টেনে রামধনুতে,
অগভীর জলে স্নান সেরে পথিক জিরোয়।
অথচ তুমি বললে,
সেটা নাকি তলহীন স্রোতধারা;
পরপরই প্রশ্নহারা।
এ পথ আপদের,
এ পথ বি_পথের,
প্রস্তুতি শেষ;
সময় করে পালটে নিও,
ভবঘুরে জীবনের পকেট প্যাকেজ।