ক্রমশ চারপাশ রঙহীন হচ্ছে,
একবার... দুইবার... এমন করে প্রকাশ্যে;
অথচ দেহের ভেতর যে বেঁচে থাকার ঘ্রাণ,
আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে বাতাসে।
এমন করেই দেখা করিনি কতকাল,
বসন্ত এলো পাহাড় ডিঙিয়ে,
বদলে যাওয়ার দলে;
বর্ষা তখনো অপেক্ষাতে
নোঙ্গর ফেলার ছলে।
ক্রমশ চারপাশ স্বাদহীন হচ্ছে,
একবার....  দুইবার... এমন করে আড়ালে;
মরে যাওয়ার ঘ্রাণ ছড়াবো,
জ্যোৎস্নায় তুমি একটু দাড়ালে।