শুন্যের কোঠায়!
কে ওঠায়?
কে'ই বা ঠকায়?
গালি দিয়ে কফিনটা খুলছে যাযাবর,
আর লুট করে সদ্য প্রস্ফুটিত ভ্রুন কয়েকটা,
অতঃপর ফিরিয়ে দেয় কয়েকটা নিজের থেকে,
বাড়তে থাকে দানব, মানবের পেটে!
সময়ের লাজে, বৃথা কাজে,  
সম্পর্কিত জালের জটে,
অহেতুক আকাশ পান করে জ্যোসনা,
মদের গ্লাসে ভরে;
এই ফাকে,,,,,
একটু একটু করে চাঁদ যাচ্ছে সরে!
ধূলোজমা কাগজের চিঠিতে,
ব্যস্ততার নাগালের বাইরে পায়চারী ;
শংকিত মন,,,
নিত্য হারি,,
সময়ের আহাজারি!