স্পর্শক আলোড়নে আন্দোলিত মেলা,
কতকিছু কতজনে গিলেছে অবেলায়,
চুরমার করে সন্ধ্যের গৌধূলী;
খবর নেয়নি কেহ,
গতবছর কয়টা ফুটেছে শাপলার কলি।
পুড়ে যাওয়া ডায়েরীর পাতার,
অজানা কতশত গল্পের প্যাচ;
সময় থামিয়ে দেয় নিরন্তর,
অহমিকা ভরে, লাজের রেশ।।
আমিও কুড়াই, সস্তা স্নেহ,
বস্তাবন্দী এই পৃথিবীতে,
বড্ড একা তুই;
আড়াল করে দুঃখদশা,
অন্তত প্রত্যহ স্বপ্নে তোকে ছুঁই।