প্রচন্ড আলসেমীতে আকাশে শ্যাওলা জমেছে অহেতুক,
যে পথিক কবিতা চিনেনা,
সমূদ্রের ব্যাকরণ শত ক্রোশ দূরে সে পথের গন্তব্য।
দুই যাত্রায়, এক যাত্রী বেমানান,
আমি নিয়ম করেই রোজ হেরে যাই গভীর চুমুতে।
নদীর চোয়ালে যে স্রোত জমা,  তা কেবল ভাসায় না, ঘুমন্ত শব্দের খেলায় লিখে চলে জীবনের একান্তরকরন।
ভালোবাসা বহুকালেই সংক্রমিত হবার কথা ছিলো,
আমি বলার উপকরণ পেয়েও থেমে যাই, কোন এক পথিকের কথা ভেবে।
অথচ পথে হেঁটেই,,,,,
সে নাবিক দাবি করে মহাসাগরের।