অনুভূতিগুলো বেঁচে দিতে চাই,
অত্যধিক ভুল বাক্যের বিনিময়ে,
কাগুজে ব্যবস্থাপনায় শহরটা দখল হয়েছে জ্যোৎস্নায়,,
তবুও হিসেব নেই বে-হিসাবে;
অথচ ক্রমাগত বর্ষণে,
তোমায় না পেয়ে মরছে জ্যোৎস্না অকাতরে।।
সময়টা বেঁচে দিতে চাই, নিয়মমাফিক অপব্যয়িত ব্যবহারে,
সন্ধ্যা হলেই আলোর মেলার ভীড়ে;
নিত্য খোঁজে প্রিয় প্রজাপতি অহেতুক নিপীড়নে।।
প্রলাপের অজুহাতে;
স্তব্ধ করে মেঘ,,,,,অমাবস্যা রাতে,,
হেটে যায় আগন্তুক,,
অনুভূতি আর সময় কিনে;
যদিও সে জর্জরিত,
স্বপ্ন বোনার শব্দ-ঋণে!!!