ম্যারাথন চুম্বনে তোর পিঠে লিখে দিই উপন্যাস,
অযথাই আঁকি জ্যোত্স্নার ঘন রস,
প্রহসন,  তবুও সময় নেই থামবার;
চুইয়ে পরা শক্ত মিথ্যের পরত,
বাতলে দিয়ে যায়,,
অসম্ভবের রচনা সম্ভার!
উরুতে গেথে দুর্যোগের বেগ বাড়ে,
ক্রমাগত পতন,
তবুও ঘৃণ্য দেহেতে খুঁজে ফিরি রহস্য;
জানান দিয়ে যায় মরুঝড়ের,
মৃত্যুবরণ করে স্বেচ্ছায়,
জীবনের ভুল নাড়ায়, প্রশ্রয় অনবদ্য!!
ব্যস্ত নগরী, ব্যস্ত প্রহরী
সময় নেই,  পথ নেই পালাবার,
ভুল কৌটায় মন আবদ্ধ।