যেভাবে বাড়ন্ত আকাশ চুরি হয়, নিত্য বেখেয়ালে,
সময় ভর করে, মরীচিকার ডানায়;
চেয়ে দেখে যৌবন, অগোছালো,,
অষ্টাদশীর উম্মাদীয় হানায়।।।
যেখানে আলো নেই, অন্ধকার নেই,
ক্রমশ ভিজে যায় মন, লোমশ বাতাসে,
চক্কোর কাটে অলিখিত কবিতায়;
তুমি রবে?
তুমি হবে?
তুমি কি কুড়াবে স্বপ্ন,,,!
আন্দোলনের বাসনায়।
যে আন্দাজ করে পা বাড়িয়েছি,
ভুলের ঠিকানায়;
পারবে কি, শুধরে দিতে?
নিজস্ব ভাবনায়।
তুমি,, হ্যা তুমিই।