অামি দায়িত্ব নিয়ে বলছি


অামি দায়িত্ব নিয়ে বলছি, এ ছবি সোমালিয়ায় শান্তি ফিরিয়ে অানবে।
অামি দায়িত্ব নিয়ে বলছি, এ ছবি তালেবানের একে ৪৭ এর বদলে রং-পিচকারি নিতে বাধ্য করবে।
অামি দায়িত্ব নিয়ে বলছি, এ ছবি উগান্ডার বুভুক্ষু শিশুদের ক্ষুধা নিবারন করবে।
অামি দায়িত্ব নিয়ে বলছি, এ ছবি উত্তর প্রদেশেকে জলমগ্ন করবে।
অামি দায়িত্ব নিয়ে বলছি, এ ছবি অাতিমারির ভ্যাকসিন রূপে এসেছে।
সুধা সুধা অার সুধা, দায়িত্ব নিয়ে বলছি, এ ছবি শুধুই অক্সিজেন।
এ ছবি রোহিঙ্গা সংকট নিরসন করবে।
অামি দায়িত্ব নিয়ে বলছি, এ ছবি উত্তর-কোরিয়ায় গণতন্ত্র দেবে। অাহা।
দায়িত্ব নিয়ে বলছি, এ ছবি চাঁদের কলঙ্ক দূর করবে। দায়িত্ব নিয়ে বলছি, এ ছবি চিৎ করবে,উচিত করবে, উপুর করবে, দুপুর করবে, ত্রিভঙ্গ করবে। দিক-বিদিক করবে। কী না কি করবে। এ ছবি শীতকে স্নান করাবে, গভীরকে নাভির খাদে অানবে।
শীৎকার ফুৎকারে উড়িয়ে দেবে।
দায়িত্ব নিয়ে বলছি, এ ছবি ভূমধ্যসাগরে জীবন পাড়ি দেয়া নৌকা অারও অারও বেগবান হবে।