অগভীর হালকা শব্দের কিছু লাইন লিখে নাম দেয়া কবিতা।
কেন?
আজ কবির মৃত্যুদণ্ড হয়েছে তাই।
বলছি শোন;
ছেলেটা সদ্য রাজধানীতে রাজবেশে
দারিদ্র্য খুঁজে ফেরা রসায়নে,
না ভুলে থিয়েটার, ছুড়েছি নীলে আধুলি
ভাগ্য ফেরেনি আসে ফিরে গোধূলি।
দিনদিন প্রতিদিন যায় মেলেনা দরিদ্র কেউ
হয়না বাদাম, দশ টাকায় টোকা,
টোকাই যদিও বেচে ফুলমালা দশ টাকায়।
অথবা অযথা রিকশায় আলো আঁধারিতে বসে
আমাদের দীর্ঘশ্বাসে উচ্চ শব্দ পাইনি,
পাইনি নিঃশব্দে ছুটে চলা রিকশাওয়ালা মামাটাকে।
সিনেপ্লেক্সে হয়নি বসা তোমাকে নিয়ে,
এমনকি ছারপোকা ওয়ালা বিছানায়।
তাহলে?
কিন্তু তুমি আছো, আছো!
সত্যি তাই? অবশ্যই ।
তবুও হয়েছে প্রেম অন্তত অন্তত তিনটি, সেটাও ত্রিভুজ।
টিউশন, মেস আর বিশ্ববিদ্যালয়।
শাপলুডুই হয়েছে খেলা,
কেন?
টিউশন ছিলো না বলে।