চোখের জলে আঁকিবুকি কাটা খাতায়,
কাঁটা বিধে আছে তর্জনী, মধ্যমা আর বুড়ো আঙ্গুলে।
কীভাবে লেখা যায়, যায়না ভাবা, বা তোমাকে খোঁজা নিরন্তর।
নিস্তরঙ্গ তরঙ্গ এমনিতেই চোখে পড়ে না।
পরে থাকে একাকি, একি তুমি হঠাত্।
ঘুমিয়ে পড়েছিলাম,
জেগে দেখি নেই কেউ তো, ওতো স্বপ্ন।
অধরা ধরা নাই দিলে কেন তোমার ওষ্ঠাধর এ নাম ধরে?
সপ্তম সুরে বকুনি, মামা শকুনি;
খেলছে আমায় নিয়ে।
গিয়ে ফিরে আসা বারবার মন নাকি হরমন!