আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, আমাকে ভালোবাসেন
আমি পাশে নেই তুবুও আপনার তোষকহীন বিছানায় আমাকে নিয়ে শুয়ে থাকেন
কী যন্ত্রনায় আপনার মন, এতো রসায়ন আপনি কোথায় পান?
বন-বাদার, ঝোপঝার ঘুরে টিএসসির অগণিত যুগলের মাঝে আমরাও।
সিনেমা হলের আলো আধাঁরিতে আমি আপনার বাম কাঁখের নিচে
আপনি পড়তে বসলে আমাকে নিয়ে অ্যাসারডিটিতে ভোগেন, লিখতে বসলেও
কখনো শৃঙ্গার অঙ্গার হয় মন আপনার
কিন্তু আমি কুন্তি হতে চাই না, চোখের জলে কর্ণকে বিসর্জন নয় নদীর জলে।
আমি চাই স্বীকৃতি শত পুত্রের জন্ম দিতে চাই আপনার ঔরসে
কিন্তু আমি এমন, যে ন্যানোসেকেন্ডেই ভাংবে আপনার স্বপ্ন
ভাংবে আপনার আপেক্ষিকতা, আমার চুম্বন হবে রাক্ষসীর কামড়।
স্বপ্নের বদল স্বীকৃতি চাই আমি,
কুরুক্ষেত্র থেকে পানিপথে ছিলাম আমি নারী,
আমার সমার্থক অবলা নয়।
সাধু সাবধান আমাকে নিয়ে খেলতে চাইবেন না।


15/09/2014 Dhaka