তুমি দিনে কতোটা সিগেরেট খাও?
এই ছয় থেকে দশটা, চিন্তা করো না, আজ থেকে ছেড়ে দেব! তুমি বললে।
প্রতিদিনই তো ছেড়ে দাও,
কী করবো বলো প্রতিদিনই যে আজ হয়।
সত্যি?
শুনেছি অটোকান জীবনে একশ একান্ন বার সিগেরেট ছেড়েছেন?
হুম, আজও আমার জ্বর ঔষধে সাত আটেক দিন,
বললাম আজ আমি আসবো না।
শুনে তুমি অবাক হলে, কেন?
আজ আমি উল্কার মতো অনিয়ন্ত্রিত নই,
আমি পূজারি অথবা পূজার অর্ঘ্য,
আমি নতজানু।
এই ঠোঁট আজ শুধুই তোমার।
এই ওষ্ঠাধরে আর সিগেরেট উঠবেনা ।
সত্যি! আজ আমি হেরেও জিতে গেলাম।