উল্টো পথে চলতে চাই, কে দিয়েছে অধিকার বাঁচার?
ন্যাকামি আর বোকামি এক কথা নয়,
প্রগলভতায় বিশ্বাসের দরজায় কড়া নেরে প্রতারণা।
বেড়ে ওঠা বিস্তীর্ণ এক গ্রামীণ পথ ধরে।
পান করে সুরা ভান করে ভালো থাকা যায়?
ঘর বেঁধেছে দূরারোগ্য একটা রোগ,
অন্তত পাঁচটি মুখ তাকিয়ে আছে মৃত্যুর  অপেক্ষায়,
কিন্তু ওরা হাসছে, ওরা ঠকেছে এই পৃথিবীতে, ন্যাকামির কাছে।
সংসারের যতোটুকু ছিলো তা ফুরিয়ে গেছে অনেক আগেই।
তুই চলে গেলে বাকিটুকু হয়তো বাকি থাকবে।
শুরুতেই চলে গেলে সবই হয়তো
থাকতো আজ, তোর বোনটার বিয়ে যে এখনও বাকি রে।
কেন তুই বেঁচে আছিস এখনও?