তোমার ফিরে যাওয়া আমাকে
অপরাধী করে দেয়।
কথা বলতে তোমায় বারণ করা
আমাকে অপরাধী করে দেয়।
তোমার চোখের জল আমার
চোখেও জল আনে।
তোমার নির্ঘুম রাত আমাকে
দিনে দুপুরেও দুঃস্বপ্ন দেখায়।
তোমার ক্ষমা চাওয়া আমায়
ক্ষমা করে না।
তোমার কবিতা শোনার ইচ্ছে
আমাকে কবি হতে বলে।
তোমার শূন্যতা আমি বিসর্জন
দিতে পারি না।
জলাঞ্জলি দিতে পারি না তোমাকে
পাওয়ার ইচ্ছেগুলো।
পূজার অর্ঘ্য করে নিবেদন করতে
চাই সারাটা জীবন তোমাকে আমি।
কেঁদনা প্রিয়তমা আমার।
তোমাকে আমি আজও ভালোবাসি।
বিরহের মাঝে তুমি বন্ধন আমার।